ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

অস্থিরতায় রাজস্ব আদায়ে প্রভাব পড়বে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৮, জানুয়ারি ১৩, ২০১৫
অস্থিরতায় রাজস্ব আদায়ে প্রভাব পড়বে না মো. নজিবুর রহমান

ঢাকা: চলমান রাজনৈতিক অস্থিরতায় রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে চেয়ারম্যান হিসেবে যোগদান করে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।



নজিবুর বলেন, রাজস্ব আদায়ের ক্ষেত্রে জটিলতা তৈরি হচ্ছে না, ফলে রাজস্ব ঘাটতির কোনো সম্ভাবনা নেই। রাজস্ব আদায়ে নতুন কৌশল নেওয়া হবে।
এর আগে বিকেল ৩টায় নজিবুর রহমান জাতীয় রাজস্ব বোর্ড পৌঁছলে কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

জনপ্রশাসন মন্ত্রণালয় গত ১১ জানুয়ারি মো. নজিবুর রহমানকে অ‍াভ্যন্তরীণ সম্পদ বিভাগ সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়।

এসময় কর্মকর্তাদের হুঁশিয়ার করে চেয়ারম্যান বলেন, কোনো ধরনের অনিয়ম ও দূর্নীতি সহ্য করা হবে না। ভালো করলে পুরস্কার আর খারাপ করলে শাস্তি থেকে কেউ রেহাই পাবেন না।

রাজস্ব আদায়ে সর্বোচ্চ কৌশলপত্র তৈরির প্রতিশ্রুতি দিয়ে সবার সহযোগিতা চান নজিবুর রহমান।

তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের টিম অনেক বড়। এ টিমের সহযোগিতা পেলে কাজ করতে কোনো অসুবিধা হবে না।

কর্মপরিকল্পনা তুলে ধরে চেয়ারম্যান বলেন, রাজস্ব আদায়ে সবচেয়ে ভালো পথ, কর্মকর্তা আর জনগণের মাঝে সুসম্পর্ক। সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে রাজস্ব আদায় করা হবে।

তিনি বলেন, করের বোঝা কোনো ভাবেই বাড়ানো যাবে না। এনবিআরকে প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী করলে কর আদায়ে প্রতিবন্ধকতা দূর হবে।
জনবান্ধব কর ব্যবস্থাপনা, বাজেটে গৃহীত অগ্রাধিকার দ্রুত বাস্তবায়ন, ভূমিকর ও পৌরকর নিয়েও কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।
এর আগে মো. নজিবুর রহমান বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।