ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

যশোরে গৃহবধূর লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫২, জানুয়ারি ১৩, ২০১৫
যশোরে গৃহবধূর লাশ উদ্ধার

যশোর: যশোরে আঞ্জুমান আরা ডলি (৫০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার(১৩ জানুয়ারি)বিকেলে তার লাশ উদ্ধার করা হয়।

আঞ্জুমান আরা ডলি যশোর সদর উপজেলার বিরামপুর সবুল্লাহ’র মোড় এলাকার আবদুর রশিদের স্ত্রী।

নিহতের বোন শাহিদা খাতুন বাংলানিউজকে জানান, তার বড় বোন আঞ্জুমান আরা ডলি দ্বিতল ভবনের ওপরে একা বসবাস করতেন। বোনের স্বামী আবদুর রশিদ ফেনীতে পরিবার পরিকল্পনা বিভাগে চাকরি করেন।

মঙ্গলবার সকালে মোবাইল ফোনে ডলিকে না পেয়ে আবদুর রশিদ তাকে (শাহিদাকে) ফোন করে বোনের খবর নিতে বলেন। পরে দুপুরের দিকে বোনের বাসায় এসে দেখেন ঘরে তালা দেওয়া। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বাংলানিউজকে জানান, সোমবার রাতে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যার করে ঘরের মালামাল লুট করে দরজায় তালা লাগিয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ খবর পেয়ে মঙ্গলবার বিকেলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

বাংলাদেশ সময়:  ১৯৫২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।