ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

তাহিরপুরে ৪০ টন চোরাই কয়লা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৮, জানুয়ারি ১৩, ২০১৫
তাহিরপুরে ৪০ টন চোরাই কয়লা উদ্ধার ছবি: ফাইল ফটো

সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বালিয়াগাঁও এলাকায় ৪০ টন চোরাই কয়লা উদ্ধার করেছে সুনামগঞ্জ-৮ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বালিয়াঘাটা বিওপি’র জোয়ানরা।

মঙ্গলবার (১৩  জানুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে তাহিরপুর উপজেলার বালিয়াগঁও নদীর তীর থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।



বিজিবি জানায়, দুপুরে তাহিরপুর উপজেলা বালিয়াগাঁও এলাকায় টহলের সময় বালিয়াঘাটা বিওপি’র জোয়ানরা নদীর তীর পরিত্যক্ত অবস্থায় থাকতে দেখে প্রায় ৪০টন কয়লা উদ্ধার করে।

সুনামগঞ্জ-৮বিজিবি’র বালিয়াঘাটা বিওপি’র নায়েব সুবেদার দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, প্রতিটন কয়লার বর্তমান বাজার মূল্য ৮ হাজার।

তিনি আরও জানান, চোরাচালানীরা সীমান্তেও ওপার থেকে অবৈধভাবে কয়লা এনে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।