ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গাজীপুরে নিহত আঁখির বাবাও মারা গেলেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৫, জানুয়ারি ১৫, ২০১৫
গাজীপুরে নিহত আঁখির বাবাও মারা গেলেন

গাজীপুর: প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় আঁখি আক্তার (১৫) নামে নবম শ্রেণির এক ছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মেয়েকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত আঁখির বাবা সাইফুল ইসলামও শেষ পর্যন্ত হেরে গেলেন মৃত্যুর কাছে।



বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় নিহত আঁখির বাবা সাইফুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত আঁখি আক্তার স্থানীয় ফসিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলেন। তার বাবা গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানাধীন উত্তর সালনা গ্রামে পরিবারের সঙ্গেই থাকতেন।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, বেশ কিছু দিন যাবত অজ্ঞাত একটি ছেলে আঁখিকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। এতে সে রাজি না হয়ে ঘটনাটি পরিবারকে জানায়। ১৪ জানুয়ারি বুধবার দিনগত রাত ৩টার দিকে একদল দুর্বৃত্ত তাদের বাড়িতে হামলা করে আঁখিকে কোপালে ঘটনাস্থলেই আঁখি মারা যান।

এ সময় মেয়ের চিৎকারে বাবা সাইফুল ইসলাম এগিয়ে এলে তাকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়। তাৎক্ষণিকভাবে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে নিহতের নিকটাত্মীয় মাওলানা মঞ্জুর হোসেন বাংলানিউজকে জানান।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কমকর্তা(ওসি) রেজাউল হাসান মৃত্যুর সংবাদ বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

** প্রেমপ্রস্তাবে রাজি না হওয়ায় গাজীপুরে কিশোরীকে হত্যা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ