ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

চাঁদপুরে ৮০ মণ জাটকাসহ ট্রলার জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৬, জানুয়ারি ১৬, ২০১৫
চাঁদপুরে ৮০ মণ জাটকাসহ ট্রলার জব্দ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর: চাঁদপুরের মেঘনা নদী থেকে ৮০ মণ জাটকা একটি মাছ ধরার ট্রলার জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মেঘনা নদীর লগ্গিমারা এলাকা থেকে জাটকা ও ট্রলার জব্দ করা হয়।



কোস্টগার্ড সূত্র জানায়, সকালে মেঘনা নদীতে নিয়মিত টহল অভিযান পরিচালনা করছিল কোস্টগার্ডের সদস্যরা। তাদের উপস্থিতি টের পেয়ে মেঘনা নদীর লগ্গিমারা এলাকায় জাটকাভর্তি ট্রলার রেখে সটকে পড়ে অসাধু চক্র।

পরে কোস্টগার্ড তা জব্দ করে ট্রলারটি চাঁদপুর কোস্টগার্ড স্টেশনের পন্টুনে নিয়ে আসে।

কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেনেন্ট হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, দুপুরে জব্দকৃত জাটকা গরীব ও দুস্থদের এবং এতিমখানায় বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ