ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

ট্রেনের টিকিট কালোবাজারি, আখাউড়ায় একজনকে জরিমানা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১১, নভেম্বর ১১, ২০১৫
ট্রেনের টিকিট কালোবাজারি, আখাউড়ায় একজনকে জরিমানা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় লেলিম মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে আট হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে আখাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট মঈন উদ্দিন ইকবাল এ দণ্ডাদেশ দেন।



লেলিম তারাগণ গ্রামের কালাম মিয়ার ছেলে।

এ প্রসঙ্গে আখাউড়া রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চিফ ইন্সপেক্টর মজিবুল হক বাংলানিউজকে জানান, আখাউড়া রেলস্টেশনের টিকিট কাউন্টারের সামনে থেকে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ২৬টি টিকিটসহ লেলিমকে আটক করে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কর্তব্যরত সদস্যরা।

এরপর তার নামে মামলা দিয়ে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাকে আট হাজার টাকা জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।