ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

বাগেরহাটে হত্যা মামলায় এক ব্যক্তির মৃত্যুদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৪, নভেম্বর ১১, ২০১৫
বাগেরহাটে হত্যা মামলায় এক ব্যক্তির মৃত্যুদণ্ড ছবি: প্রতীকী

বাগেরহাট: বাগেরহাটে শরণখোলা উপজেলায় ফরিদা বেগম নামে এক গৃহবধূকে হত্যার দায়ে রুহুল হাওলাদার (৪১) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-প্রথম আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় দেন।



দণ্ডাদেশপ্রাপ্ত রুহুল হাওলাদার উপজেলা উত্তর তাফালবাড়ী গ্রামের ইসমাইল হাওলাদারের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১২ সালের ২৮ মে দুপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশী রুস্তুম আলী হাওলাদারের স্ত্রী ফরিদা বেগমকে (৫৫) কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেন রুহুল। এ ঘটনায় নিহতের বোন আলেয়া বেগম বাদী হয়ে ওই দিনগত রাতে শরণখোলা থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে স্থানীয়রা ঘাতক রুহুলকে আটক করে পুলিশে দেয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা শরণখোলা থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) রেফাতুল ইসলাম ওই বছরের ৮ আগস্ট রুহুল হাওলাদারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র (চার্জশিট) দাখিল করেন। এর ভিত্তিতে দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার আদালত এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।