ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

আদাবরে কিশোরীর আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪০, নভেম্বর ১১, ২০১৫
আদাবরে কিশোরীর আত্মহত্যা

ঢাকা: রাজধানীর আদাবরের শ্যামলী হাউজিং শেখেরটেকের একটি বাসা থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শাহনাজ (১৬) নামে ওই কিশোরী একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।



বুধবার (১১ নভেম্বর) হাউজিংয়ের ছয় নম্বর রোডের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহনাজ হবিগঞ্জ জেলার লাখাইলের সোনাজুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম রহিম আলী।

আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান বাংলানিউজকে জানান, পুলিশ খবর পেয়ে বেলা ১২টার দিকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, শাহনাজ স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। সে অন্যদিন কাজে গেলেও বুধবার যায়নি।

প্রাথমিক অবাস্থায় আত্মহত্যার কারণ জানা যায়নি বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ময়নাতদন্তের জন্য মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এজেডএস/আরএইচএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।