ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

মুন্সীগঞ্জে কারখানা থেকে ৪ টন কারেন্ট জাল জব্দ, কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪০, নভেম্বর ১১, ২০১৫
মুন্সীগঞ্জে কারখানা থেকে ৪ টন কারেন্ট জাল জব্দ, কারাদণ্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদরের জোড়পুকুরপাড় এলাকার একটি কারখানায় অভিযান চালিয়ে চার টন কারেন্ট জাল ও জাল তৈরির সূতা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

এসময় মো. সম্রাট (২৬) নামে এক কারখানার শ্রমিককে আটক করে এক মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।



বুধবার (১১ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যদের নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল মামুন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

র্যাব-১১ এর নারায়ণগঞ্জ ক্যাম্পের এএসপি শাহ মো. মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইভা ফিশিং নেট নামে কারেন্ট জাল তৈরির কারখানায় অভিযান চালানো হয়। এসময় চার টন কারেন্ট জাল ও জাল তৈরির সূতা জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জাল ও সূতা পরে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এসময় ওই কারখানার শ্রমিক সম্রাটকে আটক করে এক মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

উল্লেখ্য, কারেন্ট জাল উৎপাদন, বেচা-কেনা, পরিবহন ও এই জাল দিয়ে মাছ ধরা আইনত নিষিদ্ধ।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।