ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

মুন্সীগঞ্জে তিন মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৭, নভেম্বর ১১, ২০১৫
মুন্সীগঞ্জে তিন মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে দুই বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন দণ্ডাদেশ দেন।



এদের মধ্যে রয়েছেন ঈমাম আলী, ফারুক হোসেন ও তার স্ত্রী মুনমুন।

র‌্যাব-১১ এর নারায়ণগঞ্জ শাখার এএসপি মশিউর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা মুন্সীগঞ্জের মুক্তারপুর বিসিক এলাকায় অভিযান চালিয়ে নারীসহ তিনজনকে আটক করে। পরে তাদের কাছ থেকে পাঁচশ গ্রাম ওজনের ১৩৬ পুরিয়া গাঁজা ও গাঁজা খাওয়ার সরঞ্জাম জব্দ করা হয়।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেককে দুই বছর করে কারাদণ্ডের আদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এএটি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।