ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

বেসামরিক বিমানে লাভ

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৯, নভেম্বর ১১, ২০১৫
বেসামরিক বিমানে লাভ রাশেদ খান মেনন

জাতীয় সংসদ ভবন থেকে: বেসামরিক বিমান লোকসানের গণ্ডি পেরিয়ে লাভের মুখ দেখছে। গত ৯ মাসে বেসামরিক বিমানের প্রাক্কলিত লাভের পরিমাণ ২৭৪ কোটি ৩৬ লাখ টাকা বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।



বুধবার (১১ নভেম্বর) বিকেলে দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশনে প্রশ্নোত্তরকালে স্বতন্ত্র সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীর তারকা চিহ্নত প্রশ্ন ২৯৯ এর জবাবে মন্ত্রী সংসদে এসব তথ্য জানান।

মো. সোহরাব উদ্দিনের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশ বিমানের যাত্রী পরিবহন সক্ষমতা ও সেবার মান বাড়াতে বিমান বহরে নতুন প্রজন্মের উড়োজাহাজ সংযোজনের পরিকল্পনা হিসেবে ইতোমধ্যে বোয়িং কোম্পানি থেকে চারটি ৭৭৭-৩০০ ই আর উড়োজাহাজ ক্রয় করা হয়েছে।

এছাড়া, বোয়িং কোম্পানি থেকে চলতি বছরের নভেম্বর-ডিসেম্বর মাসে দু’টি ৭৩৭-৮০০ উড়োজাহাজ এবং ২০১৯ ও ২০২০ সালে চারটি ৭৮৭-৮ উড়োজাহাজ সংগ্রহ করা হবে বলেও জানান রাশেদ খান মেনন।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এসএম/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।