ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

সন্ত্রাসীর জামিনে বিচার বিভাগকে আরও সর্তক হওয়ার আহ্বান

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০১, নভেম্বর ১১, ২০১৫
সন্ত্রাসীর জামিনে বিচার বিভাগকে আরও সর্তক হওয়ার আহ্বান

জাতীয় সংসদ ভবন থেকে: জঙ্গি-সন্ত্রাসীদের জামিনের ক্ষেত্রে বিচার বিভাগকে আরও সর্তক হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জামিন দেওয়ার সময় অপরাধীদের অপরাধের মাত্রা বিবেচনা করবেন একটু। এ ব্যাপারে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী।


 
বুধবার (১১ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তরকালে সরকার দলীয় সদস্য কামাল আহমেদ মজুমদারের সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা এ সর্তকতার কথা বলেন।
 
প্রধানমন্ত্রী বলেন, অনেক সময় গোয়েন্দা সংস্থা-পুলিশ রাত-দিন, মাসের পর মাস পরিশ্রম করে অনেক অর্থ ব্যয় করে সন্ত্রাসীদের গ্রেফতার করছে। তারপর দেখা যায়, ১৫ দিন পর আদালত থেকে জামিন নিয়ে চলে যাচ্ছে ওই সন্ত্রাসী। ছয় মাস এক বছর পরিশ্রম করে ধরা হয়, আর তারা জামিন নিয়ে বেরিয়ে যায়।

এসময় বিচার বিভাগ স্বাধীন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আদালতের উদ্দেশে তিনি বলেন, জামিন যখন নিচ্ছে, এরা যে অপরাধ করেছে, অপরাধের মাত্রাটাও যেন বিবেচনা করা হয়। অপরাধ বিবেচনা করে যদি তাদের সাজা দেওয়া হয়, তবে অপরাধমুক্ত করা যাবে।

শেখ হাসিনা আবারও জোর দিয়ে বলেন, কোটি কোটি টাকা খরচ করে ধরা হয়, আর জামিন নিয়ে বেরিয়ে যায় সন্ত্রাসীরা। এ ব্যাপারে বিচার বিভাগকে সচেষ্ট থাকার আহ্বান জানাই।
 
আইনজীবীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আইনজীবী যেহেতু, সেহেতু কারও পক্ষে না কারও পক্ষে তো লড়বেনই। কিন্তু দেশের স্বার্থে, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অপরাধ বিবেচনায় রাখবেন।
 
সংসদ নেতা বলেন, জামিন নিয়ে যায় আদালত থেকে, আর দোষ হয় সরকারের। বিচার না হলে তো দোষারোপ সরকারকেই করা হয়। এখানে আমাদের কী করার আছে? তাই ভবিষ্যতে এ ব্যাপারে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
 
বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এসএম/এসকে/এইচএ

** সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো হবে না
** সন্ত্রাস দমনে দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।