ফেনী: বয়স চার কিংবা পাঁচদিন। পৃথীবীর বর্বরতা কিংবা মধ্যবিত্তের টানাপড়েন এখনও কিছুই বুঝে না সে।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ফেনী শহরের মিজান রোডের গ্র্যান্ড হক টাওয়ারের পেছন থেকে এ নবজাতককে উদ্ধার করে স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, কান্না শুনে ওই টাওয়ারের দোকানিরা শিশুটিকে উদ্ধার করেন।
হক টাওয়ারের আবেদ অ্যান্ড ব্রাদার্স ইলেক্ট্রনিক্সের সত্ত্বাধিকারী শাহ আলম বাংলানিউজকে জানান, শিশুটির চিৎকার শুনে দোকানিরা টাওয়ারের পেছনে গিয়ে দেখেন তোয়েলেতে মোড়ানো একটি শিশু কাঁদছে। অন্ধকারে একা পড়ে থাকতে দেখে তারা ৪/৫দিন বয়সী ওই শিশুটিকে উদ্ধার করেন।
পারভেজ নামের এক দোকান মালিক জানান, সন্ধ্যার পর ঘটনাস্থলে ৩০/৩৫ বছর বয়সী বোরকা পড়া এক নারীকে ঘোরাফেরা করতে দেখেছেন তিনি।
এ দিকে শাহ আলম বলেন, মানবিক বিষয় বিবেচনা করে শিশুটিকে আমার তত্ত্বাবধানে রেখেছি। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করবেন বলে জানিয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ০৩৩৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এমএ/