ঢাকা: স্বেচ্ছায় ভারতে গমনকারী বিলুপ্ত ছিটমহলের ৯৮৭ বাসিন্দার বাংলাদেশ-ভারতে ভ্রমণে কর মওকুফ করা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বিলুপ্ত ছিটমহলের ৯৮৭ বাসিন্দার ভারতের নাগরিকত্ব বহাল রাখতে ও দু’দেশে ভ্রমণে প্রতিবন্ধতা দূর করতে এ কর মওকুফ করা হয়েছে।
১৯৭৪ সালে ভারত-বাংলাদেশের মধ্যে সীমান্ত চুক্তি ও ২০১১ সালে দু’দেশের মধ্যে প্রটোকল চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে প্রদেয় এ কর দিতে হবে না।
ভ্রমণ কর আইন-২০০৩ ধারা (৪) উপধারা-১ এ প্রদত্ত ক্ষমতা বলে এ আদেশ দেওয়া হয়েছে।
চলতি বছরের ৩১ জুলাই বাংলাদেশ-ভারতের মধ্যে ১৬২টি ছিটমহল বিনিময় হয়। যেখানে বাংলাদেশ পায় ১১১টি ও ভারত পায় ৫১টি।
বাংলাদেশ সময়: ০৫২৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
আরইউ/এমএ