ধুনট (বগুড়া): যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় ফারুক হোসেন (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) রাতে বগুড়ার ধুনট উপজেলার মানিকপটল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৯টার দিকে তাকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।
আসামি ফারুক হোসেন ধুনট উপজেলার মানিকপটল এলাকার রুহুল আমিনের ছেলে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, প্রায় ছয় মাস আগে বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর গ্রামের আব্দুস ছাত্তারের মেয়ে সুবর্ণা আরিফিনকে (১৮) বিয়ে করেন ফারুক হোসেন। বিয়ের সময় শ্বশুরের কাছে ৬০ হাজার টাকা যৌতুক নেন ফারুক।
কয়েক মাস পরে ফারুক হোসেন ৭০ হাজার টাকা যৌতুক দাবি করেন। কিন্তু যৌতুকের দাবি পূরণ না করায় ফারুক হোসেন ৭ অক্টোবর তার স্ত্রীকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেন।
এ ঘটনায় তার স্ত্রী সুবর্ণা আরিফিন বাদী হয়ে ১১ নভেম্বর ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এমজেড