ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

বশেমুরবিপ্রবি’তে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

বশেমুরবিপ্রবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪০, নভেম্বর ১২, ২০১৫
বশেমুরবিপ্রবি’তে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বশেমুরবিপ্রবি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৫’র পুরষ্কার বিতরণী ও সনদপত্র প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় এ আয়োজন করা হয়।



পুরষ্কার বিতরণী ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন।

গত ৮ মার্চ থেকে পাঁচ দিনব্যাপী সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় সর্বোচ্চ সাত জন পুরষ্কার পেয়েছে ইংরেজি বিভাগ থেকে। এছাড়া লোকপ্রশাসন বিভাগের একজন, এআইএস বিভাগের দু’জন, ইইই বিভাগের একজন, বাংলা বিভাগের তিনজন, ব্যবস্থাপনা বিভাগের দু’জন, গণিত বিভাগের একজন, অর্থনীতি বিভাগের দু’জন, এইসি বিভাগের একজন ও সমাজবিজ্ঞান বিভাগের একজন পুরষ্কার পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।