ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

টেকনাফে বিয়ারসহ ২ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৭, নভেম্বর ১২, ২০১৫
টেকনাফে বিয়ারসহ ২ যুবক আটক

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে ৬০০ ক্যান বিয়ারসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকার বিচ রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



আটকরা হলেন- টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী এলাকার নুর হোসেনের ছেলে আকতার হোসেন (২৫) ও টেকনাফ পৌর এলাকার পুরান পল্লান পাড়ার আব্দুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (২৭)।

পুলিশ জানায়, দেলোয়ার হেসেনের বাড়িতে অভিযান চালিয়ে ৬০০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। এ ঘটনায় দেলোয়ার ও আকতারকে আটক করে পুলিশ।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার বাংলানিউজকে বলেন, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।