ঢাকা: ঢাকার আশুলিয়ার তালপট্টি এলাকায় গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রী হত্যার দায়ে এক পাষণ্ড স্বামীর ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে ঢাকার জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামান এ আদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম মোসলেম উদ্দিন। হত্যাকাণ্ডের শিকার তার স্ত্রীর নাম আয়েশা সিদ্দিকা।
রায় ঘোষণার আগে হত্যা মামলার চার্জশিটের ২১ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।
২০১৩ সালের ৩০ জুন রাতে আয়েশা সিদ্দিকাকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেন মোসলেম উদ্দিন। হত্যাকাণ্ডের পরপরই গ্রেফতার হন তিনি।
পরে মোসলেম উদ্দিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিনি দাবি করেন, একাধিক ছেলের সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক ছিল। ওই সম্পর্ক থেকে ফেরাতে না পেরে এ হত্যাকাণ্ড ঘটান তিনি।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এমআই/এইচএ