ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

বেনাপোল সীমান্তে ১২ নারী-পুরুষ আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৩, নভেম্বর ১২, ২০১৫
বেনাপোল সীমান্তে ১২ নারী-পুরুষ আটক

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্তে অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় ১২ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
 
বৃহস্পতিবার  (১২ নভেম্বর) ভোর ৪টার দিকে সীমান্তের সাদিপুর সড়ক থেকে তাদের আটক করা হয়।


 
আটকরা হলেন- সিরাজুলের মেয়ে সুমি খাতুন (১৯), আকিজ মোল্লার স্ত্রী লিপি শেখ (৩০), কর্ণধার বিশ্বাসের ছেলে অভিজিৎ (২৮), আব্বাসের ছেলে আলম (২৮),  গোলাম মোস্তফার ছেলে মোহাম্মদ হুমায়ন (৩২), তারিক সরদারের ছেলে মাসুদ (৪০), হামিদ মোল্লার ছেলে বাশার (৪৫), এসনেক শেখের ছেলে সোহেল (২২), আহাদ শেখের ছেলে বাসু শেখ (৫৫), আব্দুল কালামের ছেলে টগর সরদার (২৭), গোলাম রসুলের ছেলে রাজু মোল্লা (২৮) ও নূরুল ইসলামের ছেলে রাইসুল ইসলাম (২০)। এরা চাঁপাইনবাবগঞ্জ, খুলনা, যশোর ও গোপালগঞ্জের বাসিন্দা বলে জানা গেছে।
 
বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার জালাল উদ্দিন বাংলানিউজকে বলেন, বিশেষ অভিযানে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তবে এ সময় কোনো মানব পাচারকারীকে আটক করা যায়নি।
 
বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) সুজিত বাংলানিউজকে বলেন, আটকদের বিরুদ্ধে অবৈধ পারাপারের অভিযোগে মামলা হয়েছে। দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হবে বলে জানান এসআই।
 
বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।