কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে উপজেলা সদরের ট্রানজিট ঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, মায়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান টেকনাফের ট্রানজিট ঘাট দিয়ে দেশে আসছে- এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেয়। ভোর রাতে ৪/৫ জন পাচারকারী নৌকা নিয়ে ট্রানজিট ঘাট এলাকায় আসে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পলিথিন মোড়ানো একটি প্যাকেট ফেলে পালিয়ে যায় তারা।
পরে বিজিবি সদস্যরা ওই প্যাকেট থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। উদ্ধার হওয়া ইয়াবার মূল্য প্রায় ৪৮ লাখ টাকা বলে জানায় বিজিবি।
বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর আবু রাসেল সিদ্দিকী বাংলানিউজকে বলেন, উদ্ধার হওয়া ইয়াবা ধ্বংস করা হবে।
বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এমজেড/