ঢাকা: ‘মাও নাই রে, বাপও নাই রে... কার কাছে বলিব মনের জ্বালা’। এভাবে গান গেয়ে এমপিওভুক্তির আকুতি জানাচ্ছেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের নেতারা।
জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচির ১৮তম দিনে গড়ালো বৃহস্পতিবার (১২ নভেম্বর)। এদিন শিক্ষক-কর্মচারীরা শূন্য থালা হাতে বুভুক্ষু মিছিল ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে।
দিনব্যাপী টানা এ কর্মসূচিতে শিক্ষক নেতারা আবেগ ভরে ভাটিয়ালি সুরে গান গেয়ে যাচ্ছেন। কেউ বা আবার কবিতার ছন্দে কষ্টের কথামালা তৈরি করছেন।
মাইকের শব্দ শুনে কাছে গিয়ে দেখা যায়, সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার কুণ্ডু গাইছেন হৃদয়বিদারক এক গান- ‘মাও নাই রে, বাপও নাই রে। কার কাছে বলিব মনের জ্বালা। ’
এরপর নিজেই ঘোষণা দিলেন, এবার আমাদের সভাপতি গাইবেন। সভাপতি এশারত আলী বলেন, আমাদের অবস্থান কর্মসূচির ১৮তম দিন আজ। আমরা জানি না আমাদের ভাগ্যে কী আছে? তবে, সংসদে এবং সংসদের বাইরে যারা আমাদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা।
এরপর তিনিও গলা ছেড়ে গাইলেন। গানে গানে জানালেন প্রতিবাদ।
২৬ অক্টোবর থেকে প্রেসক্লাবের সামনে দেশের নন এমপিও স্কুল-কলেজ-মাদ্রাসার এমপিওভুক্তির দাবিতে শিক্ষক ও কর্মচারীরা লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে আসছেন।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এসইউজে/এমজেএফ/