ঢাকা: সড়কে কোনো রাজনৈতিক তদবির ও অনুরোধে বদলি-পদোন্নতি চলবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, যোগ্যতার বিচারে বদলি করা হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টায় তেজগাঁও সড়ক ভবনে সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির ২৬তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মন্ত্রী।
এ সম্মেলনের গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা সিমেন্ট।
মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, কোনো রাজনৈতিক প্রভাব নিয়ে প্রকৌশলীদের বদলি নয়, যোগ্যতা দিয়ে পদোন্নতি ও বদলি হবে।
এ সময় উপস্থিত সড়ক ও সেতু সচিবকে নোট করে রাখতে নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, এখানে-ওখানে বদলি করা নিয়ে অযৌক্তিভাবে রাজনৈতিক দাবি ও অনুরোধ এলে ওই প্রকৌশলীকে প্রশ্ন করতে হবে কেন সে রাজনৈতিক তদবিরের আশ্রয় নেন।
মন্ত্রী বলেন, যোগাযোগ আর দুর্নীতি আর সড়ক আর দুনীতি একসময় সমর্থক ছিলো। সেই কলঙ্ক আমরা মুছে দিতে পেরেছি। এখন এই মন্ত্রণালয়ে আর এই কথা নেই। এখন মানুষ প্রশংসার চোখে আমাদের বিভাগগুলোর দিকে তাকায়।
বিআরটিএ নিয়ে অনেক কথা ছিলো কিন্তু এখন অনেকটা ঠিক হয়ে গেছে জানিয়ে মন্ত্রী বলেন, এখান থেকে এখন মন্ত্রণালয়ে মন্ত্রী সচিবকে পার্সেন্টেজ দিতে হয় না।
মন্ত্রী জানান, ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে কাজ শিগগিরই শুরু হবে। এখন এর নকশা প্রণয়নের কাজ চলছে। আর এ মাসের শেষ সপ্তাহে দ্বিতীয় কাঁচপুর দ্বিতীয় মেঘনা, দ্বিতীয় গোমতি সেতুর কাজ শুরু হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এমএএন ছিদ্দিক, সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী ফিরোজ ইকবাল, সমিতির সভাপতি প্রকৌশলী আফতাব হোসেন প্রমুখ।
উপস্থিত ছিলেন, বসুন্ধরা সিমেন্টের জেনারেল ম্যানেজার (সেলস) খন্দকার কিংশুক হোসেন, ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল সাপোর্ট) প্রকৌশলী মো. ইমাম আল কুদরত-ই এলাহী, ডেপুটি জেনারেল ম্যানেজার (টেকনিক্যাল সাপোর্ট) প্রকৌশলী সরোজ কুমার বড়ুয়া, সেক্রেটারি টু এমডি (হেড অব রিকভারি সেল) মো. মাকসুদুর রহমান, ইভেন্ট ম্যানেজার মো সাইফুল ইসলাম রুবেল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এসএ/এমজেএফ