ঢাকা, মঙ্গলবার, ৭ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

সাভারে বাসচাপায় নিরাপত্তাকর্মীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৮, নভেম্বর ১২, ২০১৫
সাভারে বাসচাপায় নিরাপত্তাকর্মীর মৃত্যু ছবি: প্রতীকী

সাভার (ঢাকা): সাভারে যাত্রীবাহী বাসচাপায় শফুর উদ্দিন (২৫) নামে এক নিরাপত্তাকর্মী মারা গেছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের তুরাগ এলাকার যমুনা ন্যাচারাল পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।



স্থানীয়রা বাংলানিউজকে জানান, সকালে তুরাগ এলাকার যমুনা ন্যাচারাল পার্কের নিরাপত্তাকর্মী শফুর উদ্দিন আহম্মেদ মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় আরিচার দিকে থেকে আসা দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নিরাপত্তাকর্মী মারা যান।

পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে কোন্ডা এলাকায় নিয়ে যান।
তবে এ বিষয়ে যোগাযোগ করা হলে দায়িত্বশীল সূত্র বিষয়টি তাদের জানা নেই বলে জানায়।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।