ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বকেয়া দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
বকেয়া দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর: বকেয়া বেতনের দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) সালনা এলাকার হুদা উইনটি ফ্যাশন লিমিটেড সোয়েটার কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে বিক্ষোভ করেছেন। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।



পুলিশ ও শ্রমিকরা জানান, শ্রমিকদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। কয়েকবার বেতন পরিশোধের তারিখ দিয়েও তা পরিশোধ না করে কর্তৃপক্ষ কারখানা গেটে বন্ধের নোটিশ টানিয়ে দেয়। সকালে কাজে যোগ দিতে গিয়ে নোটিশ দেখে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে।
 
কারখানার অ্যাকাউন্টস অফিসার এসএইচ চৌধুরী প্রণয় জানান, শ্রমিকদের সেপ্টেম্বরের অর্ধেক, অক্টোবর ও চলতি মাসের বেতন বকেয়া রয়েছে। শর্ট ও লেট শিপমেন্টের কারণে ব্যাংক থেকে টাকা না পাওয়ায় শ্রকিদের বকেয়া বেতন দেওয়া সম্ভব হয়নি।

তাছাড়া কাজ না থাকায় শ্রমিকদের সঙ্গে আলোচনা করে কারখানা বন্ধ করা হয়েছিল বলে জানান তিনি।

গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর কাজী হারুন জানান, কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ৩০ নভেম্বর বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেওয়ার পর শ্রমিকরা শান্ত হন।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
আরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।