গাইবান্ধা: গাইবান্ধায় ঘুমন্ত নারীকে লক্ষ্য করে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় দায়ের করা মামলায় আব্দুল খালেক (৩০) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে গাইবান্ধা অ্যাসিড অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক রাশেদা সুলতানা এ রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত আব্দুল খালেক সদর উপজেলার আনালেরতাড়ী গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।
বাদী পক্ষের আইনজীবী সরওয়ার আনিছ মোস্তফা তোতন বাংলানিউজকে বলেন, আনালেরতাড়ী গ্রামের চণ্ডিচরণ মোদকের মেয়ে রাধা রানীকে (১৭) প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হন আব্দুল খালেক। এতে ২০০৭ সালের ৬ নভেম্বর রাতে ঘুমন্ত রাধা রানী ও তার বোন বিউটি রানীকে লক্ষ করে অ্যাসিড নিক্ষেপ করেন তিনি। এতে দুই বোনের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।
এ ঘটনায় পরদিন সদর থানায় মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে খালেককে অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র দাখিল করে পুলিশ। দীর্ঘ শুনানি শেষে ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বিচারক খালেককে যাবজ্জীবন কারাদণ্ড, ৬০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দেড় বছরের কারাদণ্ডাদেশ দেন।
পাবলিক প্রসিকিউটর (পিপি) শফিকুর রহমান বাংলানিউজকে বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামির উপস্থিতিতে বিচারক যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এমজেড