ঢাকা: রাজধানীর মগবাজারে রূপা আক্তার (২০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর সঠিক তদন্ত ও বিচার চান তার মা জিয়া বেগম।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আমরা নবাবপুরবাসীর ব্যানারে মানববন্ধনে তিনি এ দাবি জানান।
একই দাবিতে একই স্পটে বুধবারও (১১ নভেম্বর) মানবন্ধন করে তারা। নবাবপুরেও একই কর্মসূচি পালন করা হয়েছে।
নিহত রূপা আক্তারের মা জিয়া বেগম বলেন, রেবাবার (০৮ নভেম্বর) সন্ধ্যায় রূপার শাশুড়ি মেরি বেগম ফোন দিয়ে জানান আপনার মেয়ে অঘটন ঘটিয়েছে, তাড়াতাড়ি আসেন। বাসায় গিয়ে দেখি পুলিশ হাজির। রূপার মরদেহ বাসার নিচে শুইয়ে রেখেছে।
তিনি অভিযোগ করেন, তারা আমাকে বলেছে আমার মেয়ে আত্মহত্যা করেছে। রূপা আত্মহত্যা করতে পারে না। আমার মেয়েকে তারা ফাঁসি দিয়ে মেরেছে। গত একবছর ধরে রূপাকে মানসিক ও শারীরিকভাবে অত্যাচার করতো তার শ্বশুরবাড়ির লোকজন।
জিয়া বেগম দাবি করেন, আমার মেয়েকে তারা যেভাবে ফাঁসি দিয়ে মেরেছে, তাদেরও ফাঁসি হোক। আমি কিচ্ছু চাই না, আমার একমাত্র মেয়ে হত্যার বিচার চাই।
এসময় রূপার চার বছর বয়সী ছেলেও মা হত্যার বিচার দাবি করে।
এ ঘটনায় মামলা করতে গেলে সাড়ে তিন লাখ টাকা চাঁদা দাবি করেছে পুলিশ। অভিযোগ, রূপার মামি আঁখি বেগমের। তিনি বাংলানিউজকে বলেন, আমরা রমনা থানায় মামলা করতে গেছি। এসআই মুজিবুর রহমান আমাদের কাছে সাড়ে তিন লাখ টাকা চেয়েছেন, না দিতে পারায় মামলা নেয়নি।
তিনি আরও বলেন, তারা শুধু একটা সাধারণ ডায়েরি করেছে। এর কোনো কপিও আমাদের দেয়নি।
এ বিষয়ে জানতে চাইলে রমনা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান বাংলানিউজকে বলেন, কেন মামলা হবে না? তারা মামলা করবে বলে জানিয়েছে, আমরা অপেক্ষায় ছিলাম-আছি। তারা আসেনি।
তবে এ ঘটনায় কোনো সাধারণ ডায়েরিও হয়নি বলে জানান এসআই মুজিবুর। তিনি বলেন, কিসের মামলা? এটা তো আত্মহত্যা। আমরা ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছি। মরদেহ ঢামেকে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।
রোববার (০৮ নভেম্বর) সন্ধ্যায় মগবাজার মধুবাগ খেজুরগলির এক বাসা থেকে দুবাই প্রবাসী মো. ডালিম মিয়ার স্ত্রী রূপা আক্তারের (২০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
রূপা আক্তার কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার লাউতলা গ্রামের মো. হারুন অর রশীদের মেয়ে।
রূপার মামা জাহাঙ্গীর আলম জানান, তার ভাগনির ছয় বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। তার চার বছর বয়সী এক ছেলে আছে। স্বামী দুবাই থাকায় শ্বশুর-শাশুড়ির সঙ্গে সে মগবাজার মধুবাগ খেজুরগলির এক বাসায় ভাড়া থাকতো।
বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এসইউজে/এএ