ঢাকা, মঙ্গলবার, ৭ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

পাথরঘাটায় ৫ মণ জাটকা জব্দ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৪, নভেম্বর ১২, ২০১৫
পাথরঘাটায় ৫ মণ জাটকা জব্দ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলার বিষখালী নদীতে অভিযান চালিয়ে পাঁচ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১টার দিকে বিষখালী নদী সংলগ্ন লালদিয়ার চর এলাকা থেকে জাটকাগুলো জব্দ করা হয়।

তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ডের সদস্যরা।



কোস্টগার্ড স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার আফসার উদ্দিন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে উপজেলার বিষখালী নদীতে অভিযান চাল‍ানো হয়। এসময় কোস্টগার্ডের সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন জেলে লালদিয়ার চর এলাকায় জাটকা রেখে পালিয়ে যায়। পরে তারা ঘটনাস্থল থেকে পাঁচ মণ জাটকা জব্দ করে।

জব্দকৃত জাটকাগুলো উপজেলার বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এএটি/এসএইচ

** পাথরঘাটায় ট্রলারসহ ৬ মণ জাটকা উদ্ধার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।