ঢাকা, মঙ্গলবার, ৭ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

চট্টগ্রামের ডিআইজি প্রিজন অসীমকে জিজ্ঞাসাবাদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২২, নভেম্বর ১২, ২০১৫
চট্টগ্রামের ডিআইজি প্রিজন অসীমকে জিজ্ঞাসাবাদ

ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি) প্রিজন অসীম কান্ত পালকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
 
বুধবার (১২ নভেম্বর) দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্য্যন্ত দুদকের উপ-পরিচালক আবদুস সোবহান তাকে জিজ্ঞাসাবাদ করেন।


 
দুদকে আসা অভিযোগে উল্লেখ রয়েছে, চট্টগ্রাম বিভাগের ডিআইজি প্রিজন (চলতি দায়িত্ব) অসীম কান্ত পাল ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। নিয়োগ বাণিজ্য, বদলি ও পদোন্নতি দিয়ে তার সহযোগী বডিগার্ড আওলাদ মুন্সীর সহযোগিতায় শত কোটি টাকার মালিক হয়েছেন। অবৈধ উপায়ে অর্জিত সম্পদ তার নামে ও বেনামে রয়েছে বলে অভিযোগে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এডিএ/এএসআর

** ভূমি অফিসে দুর্নীতি-হয়রানির কথা শুনবে দুদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।