ঢাকা, মঙ্গলবার, ৭ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

এমপি রানার দেহরক্ষীর ৭ দিনের রিমান্ড আবেদন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৮, নভেম্বর ১২, ২০১৫
এমপি রানার দেহরক্ষীর ৭ দিনের রিমান্ড আবেদন ছবি: প্রতীকী

টাঙ্গাইল: টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি আমানুর রহমান খান রানার আটক হওয়া দেহরক্ষী সমির বিশ্বাসের (৩৫) সাত দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়।

আদালত রিমান্ডের শুনানির জন্য ১৫ নভেম্বর (রোববার) দিন ধার্য করেন।

এর আগে বুধবার গভীর রাতে শহরের পুর্বআদালত পাড়া থেকে সমিরকে আটক করে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সমির বিশ্বাস বেতকা গোডাউন ব্রিজ এলাকার তমিজ উদ্দিনের ছেলে। তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার আসামি।

টাঙ্গাইল ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মাহফীজুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব আদালত পাড়ার ফায়ার সার্ভিস এলাকায় অভিযান চালিয়ে বুধবার রাতে তাকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার বিকেলে সমিরকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হলে এর শুনানির দিন রোববার ধার্য করে।

আটক সমির আওয়ামী লীগ নেতা ফারুক হত্যা মামলার আসামি ও এমপি রানার দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করে আসছিল। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিল বলেও জানিয়েছেন ওসি।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।