ঢাকা, মঙ্গলবার, ৭ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

সাভারে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৩, নভেম্বর ১২, ২০১৫
সাভারে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১০ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): সাভারে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে আহত হয়েছেন অন্তত ১০ জন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রেডিওকলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



পুলিশ জানায়, চুয়াডাঙ্গার দর্শনা থেকে ঢাকাগামী একে ট্রাভেলসের (ঢাকা মেট্র ব-১১-২৩৮৩) যাত্রীবাহী একটি বাস ঢাকা-আরিচা মহাসড়কের রেডিওকলোনি এলাকায় সামনে থাকা আসা ইতিহাস পরিবহনের একটি বাসকে ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসে থাকা প্রায় ১০ জন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গাড়িটি উদ্ধার করে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বভাবিক করার ব্যবস্থা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, ২০১৫
আরএ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।