ঢাকা, মঙ্গলবার, ৭ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

জুলফিকার আলী মাণিকের মায়ের কুলখানি শুক্রবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৬, নভেম্বর ১২, ২০১৫
জুলফিকার আলী মাণিকের মায়ের কুলখানি শুক্রবার

ঢাকা: মুক্তিযোদ্ধা লে. এ এম আতাউল হকের স্ত্রী ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য জুলফিকার আলী মাণিকের মা বেগম ফজিলাতুন্নেছার কুলখানির আয়োজন করছে তার পরিবার।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে তার কলাবাগানের বাসায় বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত থাকবেন স্বজনরা।



ফজিলাতুন্নেছার স্বামী নৌবাহিনীর প্রয়াত লেফটেন্যান্ট আতাউল হক ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং স্বাধীনতার পর বাংলাদেশ নৌবাহিনী গঠনের ক্ষেত্রে গুরত্বপূর্ণ ভূমিকা রাখেন।

ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার রসুলপুর গ্রামে ১৯৩৬ সালের ৩ মে জন্ম ফজিলাতুন্নেছার।

এ দম্পতির সন্তানদের পক্ষ থেকে বেগম ফজিলাতুন্নেছার বিদেহী আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করতে আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ জানানো হয়েছে। ময়মনসিংহের রসুলপুর ও ত্রিশালেও পৃথক পৃথক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বেগম ফজিলাতুন নেছা সোমবার (৯ নভেম্বর) রাত ১০.৫০ মিনিটে রাজধানীর ধানমন্ডির গ্রিনলাইফ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। এ সময় তার বয়স হয়েছিল ৮০ বছর।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এসকেএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।