ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাইবার নিরাপত্তায় কাজ করবে ঢাকা-কানাডা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
সাইবার নিরাপত্তায় কাজ করবে ঢাকা-কানাডা ছবি: সংগৃহীত

ঢাকা: জঙ্গি তৎপরতা রুখতে সাইবার নিরাপত্তা জোরদারে বাংলাদেশ ও কানাডা একত্রে কাজ করার অঙ্গীকার করেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের সঙ্গে ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনোয়া পিয়েরে লারামি সাক্ষাৎ করে এ অঙ্গীকার করেন।



ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট, বিশেষ করে দু’দেশের সাইবার নিরাপত্তা বিষয়ে আলোচনা, জঙ্গি তৎপরতা রুখতে সাইবার নিরাপত্তা জোরদারে একত্রে কাজ করবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এবং ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনোয়া পিয়েরে লারামি।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মো. শওকত মোস্তফা এবং  বিটিআরসি’র চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।