ঢাকা, মঙ্গলবার, ৭ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

উজিরপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:২৮, নভেম্বর ১৩, ২০১৫
উজিরপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বরিশাল: বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া আইডিয়াল কলেজের সামনে মোটরসাইকেলের ধাক্কায় মো. হাবিবুর রহমান সরদার নামে এক বৃদ্ধ (৭০) নিহত হয়েছেন।

নিহত হাবিবুর রহমানের বাড়ি উপজেলার গুঠিয়া ইউনিয়নের চাংগুড়িয়া গ্রামে।



বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল ইসলাম জানান, রাতে গুঠিয়া আইডিয়াল কলেজের সামনে স্বরূপকাঠি থেকে আসা একটি মোটরসাইকেল পথচারী হাবিবুর রহমানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় স্থানীয় দোকানিরা মোটরসাইকেল চালক মো. শাহাদাৎ হোসেনকে (২২) আটক করেন। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে দোকানিরা তাকে পুলিশের কাছে সোপার্দ করেন।

আটক শাহাদাৎ জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের রবীন্দ্রনগর গ্রামের বাসিন্দা।

ওসি আরো জানান, পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। সকালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০২২২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।