ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গ্যাসলাইনে লিকেজ: ওয়ারীতে বাবা-মা ও মেয়ে দগ্ধ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:০২, নভেম্বর ১৩, ২০১৫
গ্যাসলাইনে লিকেজ: ওয়ারীতে বাবা-মা ও মেয়ে দগ্ধ ছবি : দীপু মালাকার / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর ওয়ারী এলাকার একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট আগুনে বাবা, মা ও মেয়ে অগ্নিদগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে।



অগ্নিদগ্ধ তিনজনই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
 
ঢামেকে দায়িত্বরত চিকিৎসকরা জানান, এদের মধ্যে আলমগীর হোসেন (৬০) নামে এক ব্যক্তির শরীরের ৯৮ ভাগ এবং তার স্ত্রী হোসনে আরা (৪৮) ও মেয়ে সামলীলা আলম ত্রপীর (১৯) শরীরের ৬০ ভাগ করে পুড়ে গেছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে ঢামেকে আসেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম।

অগ্নিকাণ্ডের কারণ জানতে চাইলে তিনি বাংলানিউজকে বলেন, রান্না ঘরের গ্যাসলাইনের লিকেজ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।  
 
বাংলাদেশ সময়: ০৪০২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
এডিএ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।