ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জাপানি নাগরিক খুন

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ আটক ৩ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁপাইনবাবগঞ্জ: জাপানি নাগরিক হোসি কোনিও হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে চাঁপাইনবাবগঞ্জের নয়াগোলায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ৩ সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

এসময় তাদের কাছ থেকে একটি করে পিস্তল, চাপাতি এবং রিভলবার উদ্ধার করা হয়েছে।



আটকরা হলো- হোসেন রুবেল ওরফে কালা রুবেল, কাজল চন্দ্র বর্মন ওরফে ভরসা কাজল, রাজিব হোসেন সুমন ওরফে মেরিল সুমন।

এদের সবার বাড়ি রংপুর এলাকায় বলে প্রাথমিক জিঞ্জাসাবাদে জানতে পেরেছে র‌্যাব।

আটক ব্যক্তিরা ঘটনার পর থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নয়াগলায় আত্মগোপনে ছিল বলে জানায় র‌্যাব।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার নয়াগোলা এলাকায় অভিযান চালিয়ে রংপুরের ৩ নাগরিককে আটক করে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পে নেওয়া হয়েছে।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার এএসপি অলোক বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি এ বিষয়ে সকালে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ০৮৫৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫/আপডেটেড ১০৪৩
আরএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।