ঢাকা: আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে শুক্রবার দুপুরের পর নারায়ণগঞ্জ আদালতে হাজির করা হবে। এজন্য আদালত এলাকার নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে।
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, আদালত এলাকা ও এর আশপাশের এলাকায় দুই প্লাটুন পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।
এছাড়া নারায়ণগঞ্জ ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু তাহের জানান, আদালত এলাকাসহ নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে (নূর হোসেনকে বর্তমানে রাখা হয়েছে যেখানে) ডিবি পুলিশের সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত আছেন।
এর আগে শুক্রবার সকালে নূর হোসেনকে র্যাব-১ কার্যালয় থেকে নারায়ণগঞ্জে নেওয়া হয়। সকাল ৮টা ২০মিনিটে নূর হোসেনকে নিয়ে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে পৌঁছায় গাড়িবহরটি।
এর আগে সকাল ৭টা ২০মিনিটে রাজধানীর উত্তরায় র্যাব-১ কার্যালয় থেকে তাকে নারায়ণগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার রাতে নূর হোসেনকে বেনাপোল সীমান্ত থেকে র্যাবের কাছে নূর হোসেনকে হস্তান্তর করে ভারতের পুলিশ বাহিনীর সদস্যরা। রাতেই তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে র্যাব’র একটি দল। সকাল ৬টা ৫০ মিনিটে তাকে র্যাব-১ কার্যালয়ে পৌঁছে দলটি।
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লারলামাপাড়া থেকে নাসিক কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দনসরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের মরদেহ পাওয়া যায়।
এরপর ২০১৪ সালের ১৪ জুন কলকাতার দমদম বিমানবন্দরের কাছে কৈখালি এলাকার একটি বাড়ি থেকে দুই সহযোগীসহ নূর হোসেনকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশ।
নিহত নজরুলের মতো নূর হোসেনও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর ছিলেন। পরে তাকে বরখাস্ত করা হয়।
সাত খুনের মামলায় র্যাবের সাবেক তিন কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ, আরিফ হোসেন ও এম এম রানাসহ ২২ জন কারাগারে রয়েছেন। পলাতক রয়েছেন র্যাবের আট সদস্যসহ ১৩ আসামি।
বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
এনএইচএফ/ আরএম
** নারায়ণগঞ্জে পুলিশ হেফাজতে নূর হোসেন
** নূর হোসেনকে নারায়ণগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করলো র্যাব-১
** ঢাকা র্যাব-১ কার্যালয়ে নূর হোসেন, ব্রিফিং চলছে
** ঢাকা র্যাব-১ কার্যালয়ে নূর হোসেন
** ঢাকার পথে নূর হোসেন
** যশোর পার হয়েছে নূর হোসেনকে বহনকারী গাড়ি
** নূর হোসেনকে হস্তান্তর করলো ভারত
** নূর হোসেনকে বুঝে নিতে ২ ওসি নোম্যান্সল্যান্ডে
** নূর হোসেনকে বুঝে নিতে বেনাপোলে বিজিবি-র্যাব-পুলিশ
** নূর হোসেনকে ফেরত আনার খবর সঠিক: স্বরাষ্ট্রমন্ত্রী