নারায়ণগঞ্জ থেকে: আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে নারায়ণগঞ্জ আদালতে হাজির করবে পুলিশ। জুমা’র নামাজের পর তাকে আদালতে হাজির করানো হবে।
নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলামের আদালতে তাকে হাজির করা হবে বলে বাংলানিউজকে জানান জেলার সরকারি কৌসুলি এসএম ওয়াজেদ আলী খোকন।
সকালে নূর হোসেনকে র্যাব-১ কার্যালয় থেকে নারায়ণগঞ্জে নেওয়া হয়।
এর আগে সকাল ৭টা ২০মিনিটে রাজধানীর উত্তরায় র্যাব-১ কার্যালয় থেকে তাকে নারায়ণগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এর এক ঘণ্টা পর সকাল ৮টা ২০মিনিটে নূর হোসেনকে নিয়ে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে পৌঁছায় গাড়িবহরটি।
এর আগে বৃহস্পতিবার রাতে নূর হোসেনকে বেনাপোল সীমান্ত থেকে র্যাবের কাছে নূর হোসেনকে হস্তান্তর করে ভারতের পুলিশ বাহিনীর সদস্যরা। রাতেই তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে র্যাব’র একটি দল। সকাল ৬টা ৫০ মিনিটে তাকে র্যাব-১ কার্যালয়ে পৌঁছে দলটি।
র্যাব-১ এ আনার পর সংস্থাটির পরিচালক (আইন ও গণমাধ্যম) মুফতি মাহমুদ খান সকাল ৭টা ৫ মিনিটে সেখানে সাংবাদিকদের বলেন, আমরা কঠোর নিরাপত্তায় নূর হোসেনকে ঢাকায় এনে দ্রুত মেডিকেল চেকআপ করানো হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা মামুন অর রশীদের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সময় ১০০৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
এমএমকে
** নারায়ণগঞ্জ আদালত এলাকায় কঠোর নিরাপত্তা
** নারায়ণগঞ্জে পুলিশ হেফাজতে নূর হোসেন
** নূর হোসেনকে নারায়ণগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করলো র্যাব-১
** ঢাকা র্যাব-১ কার্যালয়ে নূর হোসেন, ব্রিফিং চলছে
** ঢাকা র্যাব-১ কার্যালয়ে নূর হোসেন
** ঢাকার পথে নূর হোসেন
** যশোর পার হয়েছে নূর হোসেনকে বহনকারী গাড়ি
** নূর হোসেনকে হস্তান্তর করলো ভারত
** নূর হোসেনকে বুঝে নিতে ২ ওসি নোম্যান্সল্যান্ডে
** নূর হোসেনকে বুঝে নিতে বেনাপোলে বিজিবি-র্যাব-পুলিশ
** নূর হোসেনকে ফেরত আনার খবর সঠিক: স্বরাষ্ট্রমন্ত্রী