ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

১৩ মামলায় নূর হোসেনকে আদালতে হাজির করা হবে

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
১৩ মামলায় নূর হোসেনকে আদালতে হাজির করা হবে ছবি: দীপু মালাকার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ থেকে: আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে ১৩টি মামলায় নারায়ণগঞ্জ আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার ড. খন্দকার মহিদউদ্দিন।

জুমা’র নামাজের পর তাকে আদালতে হাজির করানো হবে।



১৩টির মধ্যে ১১টি মামলা সিদ্ধিরগঞ্জ থানায় ও ২টি ফতুল্লা মডেল থানায়। ১০টি জিআর মামলা, ২টি সিআর মামলা ও একটি কনভিকশন হয়েছে।

ওই ১৩টি মামলাতেই নূর হোসেনের বিরুদ্ধে আদালতে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এসব মামলায় নূর হোসেনকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হবে।

দুপুরের পর তাকে নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলামের আদালতে হাজির করা হবে বলে বাংলানিউজকে জানিয়েছেন জেলার সরকারি কৌসুলি এসএম ওয়াজেদ আলী খোকন।

নূর হোসেনকে রিমান্ড চাওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, যেহেতু নূর হোসেনের বিরুদ্ধে ১৩টি মামলাতেই আদালত থেকে ওয়ারেন্ট ইস্যু হয়েছে সেহেতু তাকে রিমান্ড চাওয়ার সুযোগ নেই।   

পুলিশ সুপার আরো জানান, আলোচিত ৭ খুনের দু’টি মামলায় গ্রেফতার হওয়া ২১ আসামিই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। ১৪ জন সাক্ষী স্বীকারোক্তি দিয়েছেন।

৭ খুনের মামলার তদন্ত প্রতিবেদনটি একটি ওয়েল কমপাইলড তদন্ত প্রতিবেদন বলে উল্লেখ করেন এসপি।

এর মধ্যে একজন বাদী সন্তোষ প্রকাশ করেছেন। তার দায়েরকরা মামলাটি বর্তমানে বিচারিক আদালতে রয়েছে। অপর একজন বাদী আদালতে নারাজী দিয়েছেন। কিন্তু সেটা জুডিশিয়াল কোর্টে খারিজের পর সেশন কোর্টেও খারিজ করা হয়েছে। এটা ইনডিকেট করে ৭ খুনের তদন্ত সম্পূন্ন রূপে নিরপেক্ষ ও নির্ভুল।

যদি কেউ বলেও থাকে সেটাও সঠিক নয়। এছাড়া এতগুলো ১৬৪ একটির সঙ্গে অপরটি গাথা। তদন্ত একটি কোয়ালিটি সম্পন্ন। এটা কেউ ভুল বলতে পারেনি।

সকালে নূর হোসেনকে র‍্যাব-১ কার্যালয় থেকে নারায়ণগঞ্জে নেওয়া হয়।

এর আগে সকাল ৭টা ২০মিনিটে রাজধানীর উত্তরায় র‍্যাব-১ কার্যালয় থেকে তাকে নারায়ণগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
 
এর এক ঘণ্টা পর সকাল ৮টা ২০মিনিটে নূর হোসেনকে নিয়ে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে পৌঁছায় গাড়িবহরটি।
 
এর আগে বৃহস্পতিবার রাতে নূর হোসেনকে বেনাপোল সীমান্ত থেকে র‌্যাবের কাছে নূর হোসেনকে হস্তান্তর করে ভারতের পুলিশ বাহিনীর সদস্যরা। রাতেই তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে র‌্যাব’র একটি দল। সকাল ৬টা ৫০ মিনিটে তাকে র‌্যাব-১ কার্যালয়ে পৌঁছে দলটি।
 
র‍্যাব-১ এ আনার পর সংস্থাটির পরিচালক (আইন ও গণমাধ্যম) মুফতি মাহমুদ খান সকাল ৭টা ৫ মিনিটে সেখানে সাংবাদিকদের বলেন, আমরা কঠোর নিরাপত্তায় নূর হোসেনকে ঢাকায় এনে দ্রুত মেডিকেল চেকআপ করানো হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা মামুন অর রশীদের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১১১৩ নভেম্বর ১৩,২০১৫
এসএইচ

** ১৩ মামলায় নূর হোসেনকে আদালতে হাজির করা হবে
** নূর হোসেনকে আদালতে তোলা হচ্ছে জুমার পর
** নারায়ণগঞ্জ আদালত এলাকায় কঠোর নিরাপত্তা
** নারায়ণগঞ্জে পুলিশ হেফাজতে নূর হোসেন
** নূর হোসেনকে নারায়ণগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করলো র‌্যাব-১
** ঢাকা র‌্যাব-১ কার্যালয়ে নূর হোসেন, ব্রিফিং চলছে
** ঢাকা র‌্যাব-১ কার্যালয়ে নূর হোসেন
** ঢাকার পথে নূর হোসেন
** যশোর পার হয়েছে নূর হোসেনকে বহনকারী গাড়ি
** নূর হোসেনকে হস্তান্তর করলো ভারত
** নূর হোসেনকে বুঝে নিতে ২ ওসি নোম্যান্সল্যান্ডে
** নূর হোসেনকে বুঝে নিতে বেনাপোলে বিজিবি-র‌্যাব-পুলিশ
** নূর হোসেনকে ফেরত আনার খবর সঠিক: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।