ঢাকা, মঙ্গলবার, ৭ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

মোহাম্মদপুরে ময়লার স্তূপে বিস্ফোরণে আহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৯, নভেম্বর ১৩, ২০১৫
মোহাম্মদপুরে ময়লার স্তূপে বিস্ফোরণে আহত ১

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে খেলার মাঠের পাশে ময়লার স্তূপে বিস্ফোরণের ঘটনায় এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়েছে।



শুক্রবার (১৩ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে স্বপ্ননীড় হাউজিং সংলগ্ন একটি খেলার মাঠের পাশে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতের নাম-পরিচয় জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তিনি দিনমজুর হিসেবে ময়লা পরিষ্কারের কাজ করেন।

স্থানীয়দের বরাত দিয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বাংলানিউজকে বলেন, আজ (শুক্রবার) সকালে স্থানীয়রা বিকট একটি শব্দ শুনে খেলার মাঠে ঢুকে আহত অবস্থায় তাকে দেখতে পান। এরপর তারা বিষয়টি পুলিশকে জানান।

তিনি আরও বলেন, আহত ব্যক্তি সেখানে ময়লা পরিষ্কার করছিলেন। এটি কী ধরনের বিস্ফোরক ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
এসজেএ/আরএইচএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।