মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে বাসের ধাক্কায় ঝন্টু মিয়া (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর আরোহী কলেজ ছাত্র রাজু (২২) আহত হয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের জোড়পুকুর মাঠের মধ্যে এ ঘটনা ঘটে।
নিহত ঝন্টু মিয়া কুষ্টিয়ার জেলার দৌলতপুর উপজেলার শেরপুর গ্রামের শাহেব আলীর ছেলে। তিনি নাসির টোবাকো কোম্পোনির এক বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন।
আহত রাজু মেহেরপুরের মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামের আজিজুল হকের ছেলে।
ফেলুজান নেছা নামে স্থানীয় এক নারী জানান, সকালের দিকে মেহেরপুর থেকে ছেড়ে যাওয়া শ্যামলী পরিবহনের বাসের সঙ্গে মোটরসাইকেল ধাক্কা খেয়ে রাস্তার দু’পাশে দু’জন ছিটকে পড়ে। আমরা তাদের উদ্ধার করে গাংনী হাসপাতালে নিয়ে আসি।
নাসির টোবাকোর স্থানীয় অফিসের কর্মকর্তা শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, নিহত ঝন্টু মিয়া এ কোম্পানির বিক্রয় প্রতিনিধি (এসআর) হিসেবে কর্মরত ছিল। শুক্রবার ছুটি কাটিয়ে তিনি অফিসের উদ্দেশে আসছিলেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. এম কে রেজা জানান, হাসপাতালে নিয়ে এসে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঝন্টু মিয়া। এছাড়া অপরজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বাংলানিউজকে জানান, নিহত ঝন্টু মিয়ার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
এসএইচ