ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ট্রেন লাইনচ্যুত

ঢাকা-উত্তরাঞ্চল রেল চলাচল স্বাভাবিক হতে আরও ১ ঘণ্টা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
ঢাকা-উত্তরাঞ্চল রেল চলাচল স্বাভাবিক হতে আরও ১ ঘণ্টা ফাইল ফটো

বগুড়া: লালমনিরহাটগামী আন্তঃনগর ট্রেন লালমনি এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ শুক্রবার (১৩ নভেম্বর) সকাল থেকে বন্ধ। তবে দুপুরের মধ্যে রেল চলাচল স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছে বগুড়া রেল কর্তৃপক্ষ।



এর আগে সকাল সোয়া ৭টার দিকে বোনারপাড়া-সান্তাহার রেল পথের নশরৎপুর স্টেশনের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়। এ ঘটনায় কোনো যাত্রী হতাহতের খবর পাওয়া যায়নি।  
 
বগুড়া রেল স্টেশনের মাস্টার বেনজুরুল ইসলাম বাংলানিউজকে জানান, লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয়েছে। এখন তা পরীক্ষা-নিরীক্ষা করে সচল করা হবে। আশা করা যাচ্ছে এক ঘণ্টার মধ্যেই রেল চলাচল স্বাভাবিক হবে।

এর আগে, স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী ট্রেন সান্তাহার জংশন স্টেশনে পৌঁছে যাত্রাবিরতি শেষে সকাল ৭টার দিকে ছেড়ে যায়। ট্রেনটি আদমদীঘি স্টেশন অতিক্রম করার পর নশরৎপুর স্টেশনের কাছে পৌঁছালে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এ সময় চালক দ্রুত ট্রেনটি নিয়ন্ত্রণের মাধ্যমে থামিয়ে দেন। এতে করে ট্রেনটি বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়।

এদিকে ট্রেন লাইনচ্যুত হওয়ায় উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে বোনারপাড়া-সান্তাহার এবং লালমনিরহাট-সান্তাহার রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এই দুর্ঘটনার কারণে বিভিন্ন স্টেশনের বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে আছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ট্রেনের যাত্রী সাধারণকে।
 
বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
এমবিএইচ/আরএইচএস/আইএ

** ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।