ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হোশি কুনিও হত্যার দায় স্বীকার চাঁপাই থেকে আটক তিনজনের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
হোশি কুনিও হত্যার দায় স্বীকার চাঁপাই থেকে আটক তিনজনের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁপাইনবাবগঞ্জ: রংপুরে জাপানি নাগরিক হোশি কনিও হত্যা ঘটনায় দায় স্বীকার করেছে চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে আটক হওয়া তিনজন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে সন্দেহভাজন আসামি হিসেবে অস্ত্রসহ তাদের আটক করা হয়।



প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা আলোচিত এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে র‌্যাব-৫ ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল মাহাবুব আলম জানিয়েছেন

শুক্রবার
(১৩ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ এর ক্যাম্পে আটক তিনজনকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।

আটক
রা হলো- রংপুরের কতোয়ালী থানার শালবন শাহীপাড়া গ্রামের হানিফের ছেলে রাজিব হোসেন ওরফে মেরিল সুমন (২৫), একই এলাকার শ্রী বাবলু চন্দ্র বর্মনের ছেলে শ্রী কাজল চন্দ্র বর্মণ ওরফে ভরসা কাজল (২৫) ও একই থানার সেন্ট্রাল রোড জুম্মাপাড়া গ্রামের আবদুল লতিফের ছেলে নওশাদ হোসেন ওরফে কালা রুবেল (২৭)। লে. কর্নেল মাহাবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল বৃহস্পতিবার রাত দেড়টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাতনইল গ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ রাজিব হোসেনকে আটক করে।

পরে তার দে
য়া তথ্যের ভিত্তিতে পৌর এলাকার বিদিরপুর এলাকা থেকে একটি রিভলবার ও একটি চাপাতিসহ আটক করা হয় মেরিল সুমনের দুই সহযোগী কাজল ও রুবেলকে।

তিনি আরও জানান, র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা রংপুরে জাপানি নাগরিক হোশি কোনিও হত্যার ঘটনায় সংশ্লিষ্ট থাকার
কথা স্বীকার করেছে। এছাড়া ওই হত্যাকাণ্ডের পর থেকেই তারা পলাতক ছিল বলে জানায় র‌্যাব।

আটকদের মধ্যে মেরিল সুমনের বিরুদ্ধে রংপুরে হত্যাসহ ৮টি
, কালা রুবেলের বিরুদ্ধে ২টি ও ভরসা কাজলের বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে।

তবে এখন পর্যন্ত তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণ মেলেনি বলে জানান র‌্যাব অধিনায়ক।
 

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
এসএইচ

** চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ আটক ৩ 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।