ঢাকা: লাগামহীন বক্তব্য এবং দায়িত্বজ্ঞানহীন রাজনীতি বর্তমান সময়ের সবচেয়ে বড় সংকট বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, ‘ভাষণটা কম হবে কিন্তু অ্যাকশনটা হবে বেশি।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ১২টায় টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অ্যালমনাই অ্যাসোসিয়েশনের (ডুপডা) পুনর্মিলনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, ‘আমরা যত ভালো কথা বলি ততোটা কাজ করি না। কথার রঙ্গিন বেলুন উড়াতে উড়াতে আমরা অনেক উপরে যাই। কিন্তু প্রতিশ্রুতি রক্ষার ক্ষেত্রে নেই। ’
‘বর্তমান সময়ের রাজনীতির সবচেয়ে বড় সংকট লাগাম ছাড়া বক্তব্য এবং দায়িত্বজ্ঞানহীন রাজনীতি। এ অবস্থা চলতে থাকলে আমাদের বড় বিপর্যয় ঘটবে। ’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডুপডা’র সভাপতি রেজাউল হক চৌধুরী মোস্তাক, পুনর্মিলনী উদযাপন পরিষদের আহ্বয়ক মিজানুর রহমান, ডুপডা’র সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউনুল কবির প্রমুখ বক্তব্য দেন।
বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
এসএ/এমআইকে/এমএ