নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণ থেকে: সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে নারায়ণগঞ্জ আদালতে হাজির করা হয়েছে। এরইমধ্যে এজলাসে বসেছেন নারায়ণগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম।
শুক্রবার (১৩ নভেম্বর) আড়াইটার দিকে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স থেকে তাকে আদালতে হাজির করা হয়।
এর আগে ২টা ২০ মিনিটে পুলিশ লাইন্স থেকে মাইক্রোতে করে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নূর হোসেনকে আদালতে আনা হয়।
এরই মধ্যে এজলাস কক্ষে মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন উপস্থিত হয়েছেন। এসেছেন অন্যান্য আইনজীবীরাও।
আদালত সূত্র জানায়, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাস কক্ষে আদালতের কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিচার কার্য পরিচালনা করছেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম।
এদিকে নূর হোসেনকে আদালতে হাজির করাকে কেন্দ্র করে পুরো এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। আশপাশের বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ ছাড়াও নিয়োজিত রয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য।
এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনগত রাতে ভারতের পশ্চিমবঙ্গ কারাগার থেকে বেনাপোল সীমান্তে ৠাবের কাছে হস্তান্তর করা হয়। পরে রাতেই তাকে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে আনা হয়।
বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
এনএইচএফ/এমএ/