ঢাকা: বিশ্ব ডায়াবেটিস দিবসকে কেন্দ্র করে ঢাকায় তৃতীয়বারের মতো ‘নভো নরডিস্ক ঢাকা হাফ ম্যারাথন-২০১৫’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
স্পোর্টস ইন্টারন্যাশনালের চেয়ারম্যান আবিদুর রহমান শিমু বলেন, এই ম্যারাথন সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতাসহ হৃদরোগের ঝুঁকি কমানোর পাশাপাশি উদ্যোমীও করে তুলবে। ২১ কিলোমিটারের বেশি ম্যারাথনে দেশি-বিদেশি মিলিয়ে ৫ হাজার প্রতিযোগী অংশ নেন।
প্রায় তিন ঘণ্টাব্যাপী এই প্রতিযোগিতা গুলশান শুটিং ক্লাবের সামনে থকে শুরু হয়ে, গুলশান ১ নম্বর, হাতিরঝিল, তেজগাঁও লিংক রোড, বিজয় সরণি উড়াল সড়ক, পুরাতন বিমানবন্দর নতুন সড়ক, আগারগাঁও, খামারবাড়ি হয়ে মানিকমিয়া অ্যাভিনিউ পর্যন্ত শেষ হয়।
প্রতিযোগিতায় নারী-পুরুষসহ মোট ১২টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে প্রথম বিজয়ী পেয়েছেন ১৫০০ ডলার, দ্বিতীয় বিজয়ী ১০০০ ডলার এবং তৃতীয় বিজয়ী ৭০০ ডলার।
স্পোর্টস ইন্টারন্যাশনালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক ফেরদৌস বলেন, স্পোর্টস ইন্টারন্যাশনাল তাদের নিজস্ব গতিতে এ দেশের খেলাকে ও পর্যটন শিল্পের বিকাশের জন্য হাফ ম্যারাথন প্রতিযোগিতা আয়োজন করেছে। এ জন্য আমি ব্যক্তিগতভাবে তাদের ধন্যবাদ জানাই।
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
আইএ