ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দক্ষিণ কেরাণীগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
দক্ষিণ কেরাণীগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

ঢাকা: ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জে রুবেল হোসেন (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকাল তিনটার দিকে উত্তর পানগাঁও এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে দক্ষিণ কেরাণীগঞ্জ থানা পুলিশ।



রুবেল হোসেন উত্তর পানগাঁও এলাকার বাসিন্দা ছিলেন। তার বাবার নাম আব্দুল মালেক। আব্দুল মালেকের চটপটি বিক্রির ব্যবসা রয়েছে।

দক্ষিণ কেরাণীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লাল মিয়া বাংলানিউজকে জানান, গত ৭ নভেম্বর থেকে রুবেল নিখোঁজ ছিলেন। শুক্রবার অর্ধ মাটিচাপা দেওয়া অবস্থায় তার গলিত মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার পরিহিত শার্টের হাতা গলায় গিট দেওয়া অবস্থায় ছিল। এছাড়া ডান হাতের তিনটি আঙ্গুল কাটা ছিল এবং বাঁ পায়ের পাতা পাওয়া যায়নি। রুবেলের শরীরে কয়েকটি জায়গায় আঘাতের চিহ্নও পাওয়া গেছে।

শ্বাসরোধ করে হত্যার পর রুবেলকে মাটি চাপা দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে উল্লেখ করে মো. লাল মিয়া আরও জানান, ময়নাতদন্তের জন্য তার মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড হাসপাতাল) পাঠানো হয়েছে। তার পরিবারের সঙ্গে কথা বলে ও খোঁজখবর করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।