ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

১০০ কেজি গাঁজাসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৪, নভেম্বর ১৩, ২০১৫
১০০ কেজি গাঁজাসহ যুবক আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।  
 
এ ঘটনায় প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে এবং এর চালক মাসুম হাওলাদারকে (২৫) আটক করা হয়েছে।


 
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে শহরের ভাদুঘর বাসস্ট্যান্ড এলাকা থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।
 
আটক মাসুম পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া গ্রামের মান্নান হাওলাদারের ছেলে।
 
সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন বাংলানিউজকে বলেন, ঢাকা-সিলেট মহাসড়কে প্রাইভেটকারটি তল্লাশি করে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।  
 
এ সময় প্রাইভেটকারের চালককে আটক করা হয়। তার বিরুদ্ধে সদর থানার মামলা দায়ের করা হয়েছে বলে জানান সহকারী পুলিশ সুপার।
 
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।