চাঁদপুর: চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে ২ লাখ ৬৮ হাজার বর্গমিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে মেঘনা নদীতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে জব্দ করা এসব জাল চাঁদপুর শহরের চৌধুরীঘাট কোস্টগার্ড জেটিতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়েছে।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশন থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
চাঁদপুর কোস্টগার্ডের পিও শহীদুল ইসলাম বাংলানিউজকে বলেন, কোস্টগার্ডের একটি টহল দল বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে মেঘনা মোহনায় অভিযান চালায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা এমভি শ্রীনগর-৩ লঞ্চে তল্লাশি চালিয়ে দুই লাখ ৬৮ হাজার বর্গমিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট নুরুজ্জামান শেখ বাংলানিউজকে বলেন, জব্দ করা জালের মূল্য প্রায় ৫৩ লাখ ৭৬ হাজার টাকা।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
এএটি/এমজেড