ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সমতলের আদিবাসীদের পৃথক ও স্বাধীন ভূমি কমিশন গঠনের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
সমতলের আদিবাসীদের পৃথক ও স্বাধীন ভূমি কমিশন গঠনের দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: সমতলের আদিবাসীদের জন্য পৃথক ও স্বাধীন ভূমি কমিশন গঠনের দাবি জানানো হয়েছে। এ দাবি আদায়ে আগামী ১৫-১৬ নভেম্বর নাচোল থেকে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয় অভিমুখে লংমার্চ করার ঘোষণাও দেওয়া হয়েছে।



দাবি উত্থাপনে এবং ওই কর্মসূচি সফলের লক্ষ্যে শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে মহানগরীর সাধারণ গ্রন্থাগারে সংবাদ সম্মেলন করেছে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি।

সংবাদ সম্মেলনে বক্তব্য উপস্থাপন করেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন। বক্তব্য রাখেন যুগ্ম-সাধারণ সাধারণ সম্পাদক গনেশ মারডি, রাজশাহী জেলা কমিটির সভাপতি বিমল চন্দ্র রাজোয়ার, দপ্তর সম্পদক সুভাষ চন্দ্র হেমব্রম ও যুব পরিষদ সভাপতি হরেন্দ্র নাথ সিং।  

সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে ৩৮টির বেশি আদিবাসী জাতিসত্ত্বার প্রায় ২০ লক্ষাধিক আদিবাসী বসবাস করেন। এ অঞ্চলের আদিবাসীরা এক সময় প্রচুর ভূমির মালিক ছিলেন। কিন্তু নানান কারণে তারা ভূমিহীন হয়ে পড়ছেন। বসতভিটা থেকে উচ্ছেদ, অত্যাচার, নিপীড়ন, হত্যা, নির্যাতনের মতো বহু ঘটনা ঘটেই চলেছে। এসব ঘটনায় বহু আদিবাসী দেশ ত্যাগে বাধ্য হচ্ছেন।

জাতীয় আদিবাসী পরিষদ গঠনের  শুরু থেকেই সমতল আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবি করে আসছে। কারণ আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন হলে তাদের ভূমির অধিকার নিশ্চিত হবে। তাই সংবাদ সম্মেলন থেকে তারা পৃথক ও স্বাধীন ভূমিকমিশন গঠনের দাবি জানান।

এ দাবিতে আগামী ১৫-১৬ নভেম্বর নাচোল থেকে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয় অভিমুখে লংমার্চ সফল করার আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, লংমার্চের প্রথম দিন নাচোল-নেজামপুর-আমনুরা-গোদাগাড়ী-রাজাবাড়ী হাটে পথ সভা ও সমাবেশ এবং রাত্রিযাপন করা হবে। দ্বিতীয় দিন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ীহাট-কাশিয়াডাঙ্গা মোড়-রাজশাহী কোর্ট শহীদ মিনার হয়ে বিভাগীয় কমিশনার কার্যালয় চত্বরে সমাবেশ করা হবে। এরপর বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
এসএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।