ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফাঁকা আওয়াজ দিই না, যা বলি তা-ই করি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
ফাঁকা আওয়াজ দিই না, যা বলি তা-ই করি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

ঢাকা: নারায়ণগঞ্জের পৈশাচিক সাত খুনের মূল আসামি নূর হোসেনকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা ফাঁকা আওয়াজ তুলি না, যা বলি তা-ই করি।
 
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে রাজধানীর বেইলী রোডে অফিসার্স ক্লাব মিলনায়তনে ‘মেধাবী সন্তান সংবর্ধনা-২০১৫’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।



অনুষ্ঠানের আয়োজন করে ‘অফিসার্স ক্লাব, ঢাকা’। এসএসসি, এইচএসসি, ও এবং এ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ ক্লাব সদস্যদের মেধাবী সন্তানদের এই সংবর্ধনা দেওয়া হয়।
 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জের পৈশাচিক সাত খুনের মূল আসামি নূর হোসেনকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি আমরা। পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে। এই চার্জশিট অনুযায়ী সকলের বিচার কার্যক্রম চলবে। আমরা ফাঁকা আওয়াজ তুলি না, যা বলি তা-ই করি।
 
তিনি সাফ জানিয়ে দেন, সাত খুনে যারা জড়িত, তাদের সবাইকে গ্রেফতার করা হয়েছে। তাদের সবার বিচারকার্য চলবে।
 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশে যারা সন্ত্রাসী কার্যক্রম চালায়, তারা বিদেশে পালিয়ে রয়েছে, তাদের দেশে ফিরিয়ে আনা হবে। এসব অপরাধীদের আইনের আওতায় আনতে বর্তমান সরকার সর্বদা সচেষ্ট রয়েছে।
 
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতার হত্যাকারীদেরও বিদেশ থেকে ফিরিয়ে আনা হবে। ওইসব অপরাধীদের ফিরিয়ে আনতে সরকারের তরফ থেকে প্রক্রিয়া চালানো হচ্ছে।
 
শিক্ষার্থীদের উদ্দেশ্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ গড়ার মূল দায়িত্ব এখন এই সন্তানদের হাতে। তারাই দেশকে উন্নয়নের শিখরে পৌঁছে দেবে। এই মেধাবী সন্তানেরাই তাদের দক্ষতা ও যোগ্যতার মাধ্যমে দেশকে পরিচালিত করে আরও উন্নতির দিকে নিয়ে যাবে।
 
মেধাবী সন্তানদের সংবর্ধনা দেওয়ার জন্য অফিসার্স ক্লাবের সদস্যদের ধন্যবাদ জানান আসাদুজ্জামান খান কামাল।
 
অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও মূল্যবান বই তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
 
মন্ত্রিপরিষদ সচিব ও ক্লাব চেয়ারম্যান মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোজাম্মেল হক খান, ক্লাবের ভাইস চেয়ারম্যান মো. সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক আবু আলম মোহাম্মদ শহীদ খান, ড. ফেরদৌসী খান প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫/আপডেট ২০২০ ঘণ্টা
এসজেএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।